blog-details-feature-image

Legalization Process

লিগেলাইজেশন প্রসেস: ১. আপনারা প্রথমে আপনার মূল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট আপনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে পিছনের পেজে এটেস্টেড করবেন। ২. এই ধাপে যে কোন একদিন শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দাড়িয়ে থেকে এটেস্টেড করবেন। ( সকাল ১০ টার মধ্যে সেখানে থাকবেন) ৩. পররাষ্ট্র মন্ত্রণালয় এ ১২ টা থেকে ফাইল জমা নেয়। সেখানে জমা দিবেন এবং টোকেন পাবেন, ৪ টা থেকে ফাইল দেয়া শুরু হয়। ৪. উপরের তিনটি ধাপ সম্পন্ন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে একটি কভার লেটার দিবো। ৫. এই ধাপে আমাদের কভার লেটার, আপনার এটেস্টেড করা সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট এর ফটোকপি এবং সাথে ১৬০ ইউরো + ২০০০ টাকা ( বর্তমান রেট অনুযায়ী আনুমানিক ১৮০০০+২০০০=২০০০০) টাকা নিয়ে যমুনা ফিউচার পার্কের অপজিটে আলামিন আইকন টাওয়ার এর ৯ম লেভেলে অস্ট্রিয়ান কনস্যুলেট এ জমা দিবেন। ৬. আনুমানিক ১০/১৫ দিনের মধ্যে VFS থেকে মেইল আসলে আনুমানিক আরোও ৩৮০০০ টাকা গুলশান VFS অফিসে জমা দিবেন। ৭. জমা দেয়ার আনুমানিক ১০/১৫ দিনের মধ্যে আপনার ও আপনার স্ত্রীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় ভেরিফাই হবে। ৮. ভেরিফাই হওয়ার ২০/৩০ দিনের মধ্যে ডকুমেন্টস ফেরত পাবেন। সম্পূর্ণ প্রসেস হতে আনুমানিক ৩ মাস এর মতো সময় লাগতে পারে। সময় কম বেশি লাগতে পারে।

Related Post